চীনে কয়লাখনিতে আগুন, নিহত কমপক্ষে ১৬

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৯:১৫, রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শানজিয়াওশু কয়লাখনিতে আগুন লেগে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার সকাল ৮টা ১০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। খনিটি রাজধানী বেইজিং থেকে প্রায় তিন হাজার ৬০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

পানঝো সিটি সরকার তার ওয়েবসাইটে পোস্ট করা একটি বিজ্ঞপ্তিতে বলেছে, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। কিন্তু প্রাথমিক যাচাইয়ের পর নিহত ১৬ জনকে শনাক্ত করার মতো কোনো চিহ্ন তাদের দেহে পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনভেয়ার বেল্ট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।

যদিও সাম্প্রতিক দশকগুলোতে চীনে খনির ক্ষেত্রে নিরাপত্তার উন্নতি হয়েছে। তবে দুর্ঘটনার খবরে এখনো প্রায়ই এ শিল্পের নাম উঠে আসে।

ফেব্রুয়ারিতে উত্তরাঞ্চলীয় অভ্যন্তরীণ মঙ্গোলিয়া অঞ্চলে একটি কয়লাখনি ধসে কয়েক ডজন মানুষ ও যানবাহন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

কর্তৃপক্ষ কয়েক মাস ধরে মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করেনি। শুধু জুনে ৫৩ জন নিহত হয়েছে বলে প্রকাশ করেছে।

সূত্র : এএফপি

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়