দেশের উন্নয়ন হয়েছে ,স্বীকার করলেন দেবপ্রিয় ভট্টাচার্য!
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
সরকারের একজন ঘোর সমালোচক দেবপ্রিয় ভট্টাচার্য। তবে উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তা এতোদিন তার চোখে পড়েনি। এতো দিন তিনি কালো চশমা পরেছিলেন। অবশেষে তিনি স্বীকার করলেন যে দেশে যথেষ্ট উন্নয়ন হয়েছে।
দেশে উন্নয়নের আদর্শ স্থাপন হয়েছে বলে মন্তব্য করেছেন বর্তমান সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি' বাস্তবায়নে 'নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ'র আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
২৫ সেপ্টেম্বর রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজি, বাংলাদেশ কর্তৃক আয়োজিত 'বাংলাদেশ ডেভেলপমেন্ট ন্যারেটিভ অ্যান্ড দ্য প্যারালাল রিয়েলিটিস' শীর্ষক এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, ২০১০ সালে দারিদ্র্যের হার ছিল ৩১.৫ শতাংশ। কিন্তু ২০২২ সালে তা ১৮.৭ শতাংশে নেমে এসেছে। জিডিপি, জাতীয় আয়, রপ্তানি রেমিট্যান্স, স্বাস্থ্য, শিক্ষাসহ সব সূচকেই বাংলাদেশ উন্নতি করেছে। তবে খাতভিত্তিক, জনসংখ্যাভিত্তিক ও এলাকাভিত্তিক বৈষম্যের কারণে এই উন্নয়নে সবাই সমান ভাগিদার হতে পারেন নি বলেও জানান তিনি।
সেন্টার ফর পলিসি ডায়ালগের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যন অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্ল্যাটফর্মের কোর গ্রুপ মেম্বার, এনজিও ও ব্যক্তিখাতের প্রতিনিধিসহ নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিশ্লেষকরা বলছেন, দেবপ্রিয় ভট্টাচার্য মূলত সরকারের একজন ঘোর সমালোচক। তবে উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তা এতোদিন তার চোখে পড়েনি। এতো দিন তিনি কালো চশমা পরেছিলেন। অবশেষে তিনি স্বীকার করলেন যে দেশে যথেষ্ট উন্নয়ন হয়েছে।
দিনবদলবিডি/Rabiul