মার্কিন ভিসা নিষেধাজ্ঞার তালিকা নিয়ে চলছে গুজব-অপপ্রচার

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:২১, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

মার্কি যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ্যে ঘোষণা না করার ফলে বিভিন্ন জন বিভিন্নভাবে কথা বলার সুযোগ পেয়েছে। তালিকায় যাদের নাম নেই তাদেরকেও এই তালিকায় যুক্ত করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে এসব বক্তব্যে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা।


 

 

গত ২২ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর ভিসানীতি কার্যকরের ঘোষণা দেওয়ার পর থেকে কারা এ নিষেধাজ্ঞার তালিকায় পড়েছেন বা সংখ্যা কত এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ কেউ মনগড়া সংখ্যা প্রকাশ করলেও অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে তা মিথ্যা। এ নিয়ে সর্ব মহলে হচ্ছে নানান আলোচনা-সমালোচনা।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ভিসা নীতির বিষয়টি একান্ত গোপনীয় বিষয়। কারা এ আওতায় পড়লেন তাদের নাম প্রকাশ করা হবে না। তবে যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা এবং তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। তাদের যদি ভিসা থেকে থাকে তাহলে সেই ভিসা বাতিল হবে। আর যদি ভিসা না থাকে তাহলে তারা ভিসার আবেদন করলে তা প্রত্যাখ্যাত হবে।

জানা গেছে, এ পর্যন্ত যাদের ওপর নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয়েছে তাদের সংখ্যা ১০০ এর বেশি নয়। তবে তাদের পারিবারিক সদস্যদের যদি অন্তর্ভুক্ত করা হয়, তাহলে এ সংখ্যা সাড়ে তিনশো থেকে চারশো পর্যন্ত হতে পারে। এদের মধ্যে আওয়ামী লীগের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সরকারি দলের রাজনীতিবিদ, বিরোধী দলের নেতা ও স্বনামধন্য কিছু ব্যবসায়ী আছে বলে গুঞ্জন রয়েছে।অতি সম্প্রতি বেশ কয়েকজন বিএনপি নেতার নামও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, ভারতীয় একজন সাংবাদিক তার একটি লিখায় ৪১৭ জনের তালিকার কথা উল্লেখ করলেও তাদের নাম প্রকাশ করেননি। তাছাড়া এই ৪১৭ জনের পরিবারের সদস্যসহ নাকি পরিবারের সদস্য বাদ দিয়ে শুধু ৪১৭ জন এই বিষয়টিও এখন পর্যন্ত অস্পষ্ট।

বিশ্লেষকরা বলছেন, ভিসা নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ্যে ঘোষণা না করার ফলে বিভিন্ন জন বিভিন্নভাবে কথা বলার সুযোগ পেয়েছে। তালিকায় যাদের নাম নেই তাদেরকেও এই তালিকায় যুক্ত করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। অন্যদিকে, সরকার এ পর্যন্ত ভিসানীতি কাদের জন্য প্রযোজ্য হচ্ছে তা না বলায় নানা রকম গুজব-অপপ্রচার চলছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যারা এবার যুক্তরাষ্ট্রে যাননি তারা আওতায় পড়েছেন এমন কথাও বলা হচ্ছে। তবে এসব বক্তব্যে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা।

দিনবদলবিডি/Rakib

সর্বশেষ

পাঠকপ্রিয়