মিনিবাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের
বরিশাল সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন…
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন।
বুধবার (২০ জুলাই) দুপুর ১২টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার হেলিপ্যাড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, বাকেরগঞ্জে দুর্ঘটনায় নারীসহ পাঁচ জন মারা গেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দিনবদলবিডি/এমআর