ভাল্লুকের আক্রমণে প্রাণ গেল দম্পতির

আর্ন্তজাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:০৬, সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টায় ব্যানফ ন্যাশনাল পার্কে ভাল্লুকের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক দম্পতি এবং তাদের কুকুর। পার্কের কর্মকর্তারা এবং নিহতদের এক বন্ধু এ তথ্য জানিয়েছে।

রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

শনিবার রাতে এক বিবৃতিতে পার্কস কানাডা জানায় যে, একটি জিপিএস ডিভাইস থেকে শুক্রবার গভীর রাতে ব্যানফ ন্যাশনাল পার্কের ইয়া হা টিন্ডা রাঞ্চের পশ্চিমে রেড ডিয়ার রিভার ভ্যালিতে একটি ভাল্লুক আক্রমণের ইঙ্গিত পান তারা।

পার্কস কানাডা আরও জানায় যে, তাদের উদ্ধারকারী দলকে রাতে স্থলপথে ওই স্থানে যেতে হয়েছিল। কারণ সেই সময়ে আবহাওয়া অনুকূলে না থাকায় হেলিকপ্টার ব্যবহার করা সম্ভব হয়নি।

পরে শনিবার ভোরে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছানোর পর মৃত অবস্থায় ওই দম্পতিকে পাওয়া যায়। আক্রমনাত্মক আচরণের কারণে পরবর্তীতে ভাল্লুকটি হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রেড ডিয়ার এবং প্যান্থার উপত্যকার আশেপাশে এলাকাটি বিপদজনক ঘোষণা করে বন্ধ রাখা হয়েছে, এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে বলে জানিয়েছে পার্কস কানাডা। তবে ক্ষতিগ্রস্থদের সনাক্তকরণের বিষয়ে প্রশ্নের জবাব দেয়নি সংস্থাটি।

বিয়ার সেফটি অ্যান্ড মোরের প্রতিষ্ঠাতা এবং নিহতদের এক বন্ধু কিম টিচেনার জানায়, নিহতরা কানাডিয়ান দম্পতি এবং তাদের সাথে একটি কুকুর ও ছিল।

ভাল্লুক নিয়ে কাজ করা ব্যক্তি টিচেনার জানান যে, ‘এই ধরনের আক্রমণ বেড়েই চলেছে। কিন্তু ভাল্লুকের মারাত্মক আক্রমণ অত্যন্ত বিরল।‘

তিনি আরও জানান, “বিশ্বব্যাপী গ্রিজলি ভালুকের আক্রমণে ১৪ শতাংশ প্রাণহানি হয়ে থাকে।

কানাডার ব্যানফ ন্যাশনাল পার্কে প্রতি বছর চার মিলিয়নেরও বেশি পর্যটক এসে থাকে। এই পার্ক গ্রিজলি এবং কালো ভাল্লুক উভয়েরই আবাসস্থল। ব্যানফ ন্যাশনাল পার্কে প্রায় ৬০টি গ্রিজলি ভাল্লুক রয়েছে বলে জানিয়েছেন টিচেনার।

শরৎকালে ভাল্লুকের আনাগোনা বেড়ে যায় কারণ তারা শীতের মাসগুলিতে শীতনিদ্রায় যাওয়ার আগে খাবারের সন্ধানে আরও সক্রিয় হয়ে ওঠে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়