কাবাডিতে জাপানকে হারলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ
২০০৬ সালে পর এশিয়ান গেমসের কাবাডিতে কোনো পদক আনতে পারেনি বাংলাদেশ। এরপর ২০১০, ২০১৪ ও ২০১৮ সালে ফিরতে হয়েছিল শূন্য হাতে। সেই আক্ষেপ ঘোচাতে এখন চীনে হ্যাংজুতে রয়েছেন তুহিন তরফদাররা।
২ অক্টোবর, সকালে জাপানকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনাও হয়েছে বাংলাদেশের। জয়টা এসেছে ৫২-১৭ পয়েন্টের বড় ব্যবধানে।
এশিয়ান গেমসের কাবাডিতে বাংলাদেশের প্রথম ম্যাচে ছিয়াশা গুয়ালি স্পোর্টস সেন্টার কোর্টে জাপানকে ৮টি লোনাসহ ৫২-১৭ পয়েন্টে হারিয়েছে। প্রথমার্ধে বাংলাদেশ ২৫-০৫ পয়েন্টে এগিয়ে ছিল। জাপানের বিপক্ষে বাংলাদেশ বোনাস পয়েন্ট পেয়েছে ২টি এবং লোনায় পেয়েছে ৮ পয়েন্ট।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (৩ অক্টোবর) শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
দিনবদলবিডি/এমআর