ভীনরাষ্ট্র পেরু'র প্রতিনিধিত্ব কালেও হোয়াইট হাউসে থাকতেন নাওমি বাইডেন

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:০২, বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

  • তিন বছর আগে ল ফার্মে যোগদান করলেও নাওমি বাইডেন সম্পর্কে কেউ জানে না
  • লাভজনক পদে থেকেও অনৈতিকভাবে হোয়াইট হাউসেই বসবাস করতেন নাওমি 
  • রিপাবলিকানদের সমালোচনায় জো বাইডেন পরিবার
  • নিজ স্বার্থ হাসিলে যেকোন দেশের সাথে শত্রুতা বা বন্ধুত্ব করে বাইডেন পরিবার

বিতর্ক যেন পিছু ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরিবারের। কিছু দিন আগে তার বড় ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকি, নারী কেলেঙ্কাকারী ও অবৈধভাবে অস্ত্র রাখাসহ একাধিক বিষয়ে অভিযুক্ত করেছে আমেরিকার ফেডারেল আদালত। সেই রেশ কাটতে না কাটতে এবার জো বাইডেনের নাতনি নাওমি বাইডেনের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে।

নাওমি বাইডেন হান্টার বাইডেনের বড় মেয়ে। তিনি দক্ষিণ আমেরিকার দেশ পেরু সরকারের একজন আইনজীবী। কিন্তু পেরু সরকারের প্রতিনিধিত্বকালে লাভজনক পদে থাকলেও সেসময় তার দাদা প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসেই থাকতেন তিনি যা সম্পূর্ণ অনৈতিক বটে।

হোয়াইট হাউসের পাবলিক রেকর্ড অনুসন্ধান করে সম্প্রতি এমন তথ্য সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটনভিত্তিক মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, ২৯ বয়সী নাওমি বাইডেন ২০২১ সালের জানুয়ারিতে ওয়াশিংটন ডিসি-ভিত্তিক আইনি সংস্থা 'আর্নল্ড এণ্ড পোর্টারে' আইনজীবী হিসেবে যোগ দেন। একই মাসে জো বাইডেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। এর আগে ২০১৯ সালে একই ফার্মের খণ্ডকালিন সহযোগী ছিলেন নাওমি।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালের সেপ্টেম্বরে ওয়ার্থ ক্যাপিটাল হোল্ডিংস ২৭ এলএলসি নামের একটি কোম্পানির মামলায় নাওমি 'আর্নল্ড এণ্ড পোর্টার' এর আইনজীবী হিসেবে পেরু সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন।

ওয়ার্থ ক্যাপিটাল দাবি করেছিল দক্ষিণ অ্যামাজনে একটি তেল শোধনাগারের পরিচালনায় হস্তক্ষেপ করছে পেরু। এই জন্য কোম্পানিটি ৫৯০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চেয়েছিল। মামলাটি এখনও চলমান আছে।

তবে এই মামলায় নাওমি বাইডেনের নির্দিষ্ট ভূমিকা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আর্নল্ড এণ্ড পোর্টার বিদেশি মামলা পরিচালনাকারী আইনি সংস্থা, যার অফিস হোয়াইট হাউস থেকে মাত্র এক মাইলেরও কম দূরত্বে। এই সংস্থাটি সফলভাবে হাঙ্গেরি, বুলগেরিয়া ও ভেনিজুয়েলাসহ কয়েক ডজন সার্বভৌম রাষ্ট্রকে রক্ষা করেছে৷ এই সংস্থায় কাজ করার সময় নাওমি বাইডেন একই সাথে আর কতগুলো বিদেশি দেশের প্রতিনিধিত্ব করেছেন তা স্পষ্ট নয়৷

উল্লেখ্য, নাওমির লিঙ্কডইন এর তথ্য অনুসারে, এই ল ফার্মে তার বর্তমান পদবী "আন্তর্জাতিক সালিসি সহযোগী (International arbitration associate)"। তিন বছরেরও বেশি সময় আগে এই ল ফার্মে যোগদান করা সত্ত্বেও জো বাইডেন পরিবারের কনিষ্ট এই সদস্য সম্পর্কে কেউ কিছু জানে না।

তথ্যমতে, নাওমির বাবা হান্টার বাইডেন একজন লবিস্ট, ব্যাংকার, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অফিসার ও একটি নিবন্ধিত লবিস্ট ফার্ম এর অ্যাটর্নি হিসাবে কাজ করছেন। প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন তার বাবা জো বাইডেন।

ওই ৮ বছর চীন, ইউক্রেনসহ বিভিন্ন দেশে ব্যবসায়িক নানা চুক্তি ও লেনদেনের ক্ষেত্রে বাবার পদের প্রভাব খাটান হান্টার। বিদেশি অংশীদারদের সঙ্গে টেলিফোনে আলাপচারিতার সময় অধিকাংশ ক্ষেত্রেই বাবা জো বাইডেনকে সঙ্গে রাখতেন হান্টার, মাঝেমধ্যে অংশীদারদের সঙ্গে টেলিফোনে কথাও বলতেন মার্কিন তৎকালিন ভাইস প্রেসিডেন্ট।

রিপাবলিকানদের অভিযোগ, ছেলেকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে ইচ্ছাকৃতভাবেই নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন জো বাইডেন।

এদিকে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের সিনিয়র সহকারী ক্লিফ সিমস বলেন, 'নিজ স্বার্থ হাসিলে এই গ্রহের যেকোন দেশের সাথে শত্রুতা বা বন্ধুত্ব করতে কমতি রাখে না বাইডেন পরিবার।'

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়