মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের সমালোচনায় সাংবাদিক নেতারা

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৩৫, বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

  • মার্কিন রাষ্ট্রদূত দেশের গণমাধ্যমের স্বাধীন ভূমিকা নিয়ে বক্তব্য অনাকাঙ্খিত 
  • কোনোভাবেই তাদের চোখ রাঙানি বরদাস্ত করবে না সাংবাদিক নেতারা
  • তার বক্তব্য স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণমাধ্যমের ওপর নগ্ন হস্তক্ষেপ
  • তার বক্তব্য পরোক্ষাভাবে এদেশের গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করেছে
     

বাংলাদেশের গণমাধ্যমের ওপর মার্কিন ভিসা নীতি প্রয়োগ হতে পারে বলে ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস যে মন্তব্য করেছেন তা গণমাধ্যমের ওপর অযাচিত হস্তক্ষেপের শামিল বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা। একই সাথে তার বক্তব্য আমেরিকার সংবিধানের প্রথম সংশোধনীর বরখেলাপ বলেও মনে করেন তারা।

৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন সাংবাদিক নেতারা। সমাবেশের আয়োজন করে ‘জাস্টিস ফর জার্নালিস্ট’ নামের একটি সংগঠন।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, ‘প্রতি বছর বাংলাদেশ থেকে মার্কিন ভিসার জন্য প্রায় এক লাখ মানুষ আবেদন করেন। কিন্তু ভিসা পান প্রায় ২৭ হাজার মানুষ। এক ধরনের ভিসা নীতি যুক্তরাষ্ট্রের আছেই। ভিসা নীতিকে দেশটি নতুন করে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা।

সমাবেশে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি উচ্চরণ করে বলেন, মার্কিন রাষ্ট্রদূত দেশের গণমাধ্যমের স্বাধীন ভূমিকা নিয়ে অনাকাঙ্খিত বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণমাধ্যমের ওপর নগ্ন হস্তক্ষেপ। এমন হস্তক্ষেপ মেনে নেওয়া যাবে না। তার বক্তব্য পরোক্ষাভাবে এদেশের গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করেছে। কোনোভাবেই তাদের চোখ রাঙানি বরদাস্ত না করার ঘোষণা দেন সাংবাদিক নেতারা।

সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে’র সাবেক মহাসচিব ও সভাপতি আব্দুল জলিল ভুঁইয়া ও কুদ্দুস আফ্রাদ, ডিইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ ও যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম উপস্থিত ছিলেন।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়