সেগুনবাগিচায় ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:৪২, বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৬ শ্রাবণ ১৪২৯
প্রতীতী ছবি

প্রতীতী ছবি

এর আগে ৭ জুলাই রাজধানীর মগবাজারে ইকবাল উদ্দিন আহমেদ নামে আরেক চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি…

রাজধানীর সেগুনবাগিচায় ফ্ল্যাট থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আবুল হোসেন চৌধুরী নামের ওই ভেটেরিনারি চিকিৎসক ফ্ল্যাটে একাই থাকতেন।

বুধবার (২০ জুলাই) বিকেলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

আবুল হোসেন চৌধুরী সেগুনবাগিচা এলাকায় এক্সেনশিয়াল টাওয়ার, ৬/২ নম্বর বাসার ১১-এ ফ্ল্যাটে ১০ বছর ধরে একাকী বসবাস করে আসছিলেন। তার স্ত্রী ও দুই মেয়ে থাকেন কানাডায়।

পুলিশ জানায়, পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিনের মতো ময়লা পরিষ্কারের জন্য ওই ফ্ল্যাটের সামনে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। তখন ডাকাডাকি করে দরজা না খোলায় তারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে ওই চিকিৎসককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়।

এর আগে ৭ জুলাই রাজধানীর মগবাজারে ইকবাল উদ্দিন আহমেদ নামে আরেক চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি নম্বরে কল পেয়ে দরজা ভেঙে ওই মরদেহ উদ্ধার করা হয়। ওই চিকিৎসকের স্বজনরাও দেশের বাইরে থাকেন। তিনি একাই থাকতেন দেশে।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়