লিভারপুলকে বিদায় বলে বায়ার্নে সাদিও মানে
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
চ্যাম্পিয়নস লিগ শেষেই লিভারপুলকে বিদায়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন সাদিও মানে। সেনেগালিজ তারকাকে সুযোগ বুঝে কিনে নিলো বায়ার্ন মিউনিখ।
বুধবার ৪ কোটি ১০ লাখ ইউরোতে নিজেদের করলো বুন্দেসলিগা জায়ান্টরা।
বায়ার্ন মানের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে। ২০২৫ সাল পর্যন্ত অ্যালিয়েঞ্জ এরেনায় থাকবেন তিনি। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বছরে দেড় কোটি ইউরো বেতন পাবেন এই ফরোয়ার্ড।
রেডরা তার জন্য শুরুতে ৩ কোটি ২০ লাখ ইউরোর নির্দিষ্ট ফি পাবে। আর ৬০ লাখ ইউরো পাবে ম্যাচে উপস্থিতির ওপর ভিত্তি করে। বাকি ৩০ লাখ ইউরো নির্ভর করছে ব্যক্তিগত ও দলগত অর্জনের ওপর।
দিনবদলবিডি/এমআর