মাইক্রোবাসের চাকা পাংচার হয়ে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ৫
বরিশাল সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে মাইক্রোবাসের চাকা পাংচার হয়ে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৫ জন নিহত হয়েছেন…
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে মাইক্রোবাসের চাকা পাংচার হয়ে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৫ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে নতুন শিকারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রুহুল আমিন, আবদুর রহমান, হাসান ও নুরুল আমিন। এরা সবাই গাজীপুরের কোনাবাড়ি এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ওসি আলী আরশাদ।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব ইসলাম বলেন, পটুয়াখালী থেকে ঢাকা যাচ্ছিল মোল্লা পরিবহণের একটি বাস এবং ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস। উজিরপুরের নতুন শিকারপুর নামক স্থানে এলে মাইক্রোবাসটির পেছনের একটি চাকা পাংচার হয়ে সড়কের মাঝেই থেমে যায়।
এ সময়ে বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলসের বাসটি সজোরে ধাক্কা দেয় মাইক্রোবাসটিকে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে ৪ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়।
দিনবদলবিডি/Rony