প্রত্যেক ইউনিয়নে একটি মডেল প্রাথমিক বিদ্যালয় হবে
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
যে বিদ্যালয়টিতে বেশি সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, খেলার মাঠ, অধিক জমির পরিমাণ, মজবুত অবকাঠামো, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য সুবিধা আছে সেটিই হবে মডেল প্রাথমিক বিদ্যালয়। কারণ ভবিষ্যতে ওই বিদ্যালয়টিকে ঘিরে ইউনিয়নের বিদ্যালয় কেন্দ্রিক সব শিক্ষা কার্যক্রম গড়ে উঠবে।
একটি সুশিক্ষিত, সুনাগরিক জাতি গঠনের প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা। তাই প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও গ্রামের মানুষের দোরগোড়ায় উন্নত প্রাথমিক শিক্ষা পৌঁছে দিতে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
এর অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে একটি মডেল প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সূত্রমতে,কোনো ইউনিয়নের যে বিদ্যালয়টিতে বেশি সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, খেলার মাঠ, অধিক জমির পরিমাণ, মজবুত অবকাঠামো, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য সুবিধা আছে সেটিই হবে মডেল প্রাথমিক বিদ্যালয়। কারণ ভবিষ্যতে ওই বিদ্যালয়টিকে ঘিরে ইউনিয়নের বিদ্যালয় কেন্দ্রিক সব শিক্ষা কার্যক্রম গড়ে উঠবে। মডেল বিদ্যালয় হিসেবে রূপান্তর ওই স্কুলটিকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের আওতাভুক্ত করা হবে বলে জানায় শিক্ষা অধিদপ্তর।
শিক্ষাবিদরা বলছেন, মডেল বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।এর মাধ্যমে শহর আর গ্রামের শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূর হবে। এছাড়াও এটি বাস্তবায়ন হলে ইউনিয়ন পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে সহজ হবে। সেই সঙ্গে গ্রামের শিক্ষার্থীরা উন্নত শিক্ষার পরিবেশ পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দিনবদলবিডি/Nasim