বিবাহবার্ষিকীর রাতে কৌশানির স্বামী নিখোঁজ!

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৩, বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৬ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

লহরী একজন লেখিকা। তার স্বামীর নাম অপূর্ব। বিয়ে করেছেন সবে এক বছর। প্রথম বিবাহবার্ষিকীর রাতেই হঠাৎ নিখোঁজ অপূর্ব…

লহরী একজন লেখিকা। তার স্বামীর নাম অপূর্ব। বিয়ে করেছেন সবে এক বছর। প্রথম বিবাহবার্ষিকীর রাতেই হঠাৎ নিখোঁজ অপূর্ব। স্বামীকে খুঁজতে পুলিশের দ্বারস্থ হন লহরী। এরপর বেরিয়ে আসে আরো নানান রহস্য।

তবে ঘটনাটি একটি সিনেমার। নাম ‘অন্তর্জাল’। টলিউডের এই সিনেমায় লহরী ও অপূর্বের ভূমিকায় অভিনয় করেছেন কৌশানি মুখার্জি ও বনি সেনগুপ্ত। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানেই গল্পের কিছু ঝলক দেখা গেছে।

সিনেমাটি পরিচালনা করেছেন প্রার্জন মজুমদার। এর গল্পটা মূলত লহরী বা কৌশানিকে ঘিরেই আবর্তিত হয়েছে। সিনেমায় প্রেম-রোম্যান্সের পাশাপাশি রয়েছে রহস্যের টানটান উত্তেজনা। ফলে বনি-কৌশানিকে চেনা ছকের বাইরে দেখার সুযোগ পেতে যাচ্ছে দর্শক।

উল্লেখ্য, বনি ও কৌশানি বাস্তব জীবনেও সম্পর্কে জড়িত। দীর্ঘ সাত বছর ধরে প্রেম করেন তারা। একসঙ্গে বসবাসও করেন। তবে এখনো বিয়ে করেননি। কিছুদিন আগে সম্পর্কে কিছুটা তিক্ততা দেখা দিয়েছিল। গুঞ্জন ছড়ায়, তারা নাকি আলাদা হয়ে গেছেন। তবে সেই তিক্ততা ভুলে আবারও ভালোবাসায় ডুব দিয়েছেন টলি পাড়ার এই জুটি।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়