কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়লেন ৫ শ্রমিক

গোপালগঞ্জ সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:১২, শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৭ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

রাজশাহী থেকে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’র ধাক্কায় পাঁচ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন…

 

রাজশাহী থেকে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’র ধাক্কায় পাঁচ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাগদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের এখনো পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া ও লক্ষ্মীপুর গ্রামে। তারা নির্মাণ কাজ করে বাড়ি ফিরছিলেন।

কাশিয়ানী থানার ওসি সওগাতুল আলম তথ্য নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে উপজেলার কাগদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। সেখানে পাঁচজন নির্মাণ শ্রমিক নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, নির্মাণ কাজ শেষ করে ওই শ্রমিকরা নছিমনে ঢালাই মিক্সার মেশিন নিয়ে রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি নছিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ শ্রমিক নিহত হন।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়