বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা বন্ধ

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:১৩, বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১৬ কার্তিক ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। মঙ্গলবার (৩১ অক্টোবর) এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ওমানের পুলিশ গতকাল এ তথ্য জানায়। ওই দেশটির গণমাধ্যমে ওমান অবজারভার ও টাইমস অব ওমানের প্রতিবেদনেও এ তথ্য দেওয়া হয়েছে।

তবে সেখানে কোনো কারণ উল্লেখ করা হয়নি। 

ওমান অবজারভার বলছে, পরিষেবার উন্নতির লক্ষ্যে রাজকীয় ওমান পুলিশ তার ভিসা প্রদানের নীতি হালনাগাদ করেছে। এর ফলে এখন থেকে ‘ট্যুরিস্ট’ ভিসা বা ‘ভিজিট’ ভিসাকে আগের মতো ‘রেসিডেন্স স্ট্যাটাসে’ (বসবাসের অনুমতি) পরিণত করা যাবে না।  

কেউ যদি ট্যুরিস্ট বা ভিজিট ভিসার স্ট্যাটাস পরিবর্তন করতে চান তাহলে তাকে এখন থেকে অবশ্যই প্রথমে ওমান থেকে বের হতে হবে।

তারা কাজের জন্য ওমানে ফিরতে চাইলে তাদের আবেদনে অবশ্যই ‘এক্সিট স্ট্যাম্প’ থাকতে হবে। নতুন এ নিয়মটি শুধু বাংলাদেশিদের জন্য নয়, যেকোনো দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে।  

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়