ঢাবির বিভিন্ন ফটকে ছাত্রদলের তালা
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির সমর্থনে তারা এই তালা লাগান।
৫ নভেম্বর সকাল ৬টা থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে; চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, মসজিদ গেট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, চারুকলা অনুষদ এবং সমাজকল্যাণ ইনস্টিটিউট, শারীরিক শিক্ষা কেন্দ্র এবং বিজ্ঞান লাইব্রেরির ফটকে তালা ঝুলিয়ে ব্যানার-পোস্টার লাগিয়েছে ছাত্র সংগঠনটি। রোববার ভোরে নেতাকর্মীরা প্রধান ফটকগুলোতে তালা লাগান। পরে খবর পেয়ে কর্তৃপক্ষা তালাগুলো ভেঙে ফেলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, দেশের ছাত্র-তরুণ-যুবক থেকে শুরু করে সব পেশা, গোত্র, বর্ণের লোক আজ এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে একত্রিত হয়ে ইতোমধ্যে অনাস্থা জ্ঞাপন করেছে।
অন্যদিকে, বিএনপির দ্বিতীয় দফায় দুদিনের অবরোধের প্রথম দিনে ইডেন মহিলা কলেজের ১নং গেটে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার ভোরে তারা তালা দেয়।
দিনবদলবিডি/এমআর