ন্যূনতম মজুরি বাড়ায় পোশাকশিল্পে যে প্রভাব পড়তে পারে !
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
বর্ধিত ব্যয় বাড়ার ফলে এখন ক্রেতারা যদি বর্ধিত দামে পণ্য ক্রয় না করে ও শ্রমিকরা যদি উৎপাদনশীলতা না বাড়ায় তাহলে লোকসানের মুখে পড়বে অনেক কারখানা। তখন তা বন্ধ হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উৎপাদন খরচ বেড়ে গেলেও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা টিকে থাকবে বলেই মনে করছেন শিল্পখাতে যুক্ত সংশ্লিষ্টরা।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি ৮ হাজার টাকা থেকে বেড়ে এখন সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ৭ নভেম্বর গঠিত নিম্নতম মজুরি বোর্ডের ৬ষ্ঠ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পোশাক শ্রমিকদের মজুরি বাড়ায় পোশাকশিল্পে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন, পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ও মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, বর্ধিত ব্যয় বাড়ার ফলে এখন ক্রেতারা যদি বর্ধিত দামে পণ্য ক্রয় না করে ও শ্রমিকরা যদি উৎপাদনশীলতা না বাড়ায় তাহলে লোকসানের মুখে পড়বে অনেক কারখানা। তখন তা বন্ধ হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।
এদিকে, মজুরি বাড়ানোর ফলে উৎপাদন খরচ বেড়ে গেলেও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা টিকে থাকবে বলেই মনে করছেন শিল্পখাতে যুক্ত সংশ্লিষ্টরা।
এতে বাড়তি যে অর্থ শ্রমিকরা পাবে, তা তাদের ও তাদের পরিবারের দীর্ঘমেয়াদি উন্নয়নের পেছনেই ব্যয় হবে। এর ফলে শ্রমিকদের মানসিক স্থিতিশিলতা বজায় থাকবে, যা নতুন নতুন পণ্য তৈরিতে উৎসাহিত হবে।
দিনবদলবিডি/Rakib