খাদ্যশস্য পরিবহনে রাশিয়ার সঙ্গে চু্ক্তি, যা বলছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৯:০৫, শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৭ শ্রাবণ ১৪২৯
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান

ইউক্রেন থেকে কৃষ্ণসাগর দিয়ে বিভিন্ন দেশে খাদ্যশস্য পরিবহনে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে কিয়েভ। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনর খবরে বলা হয়েছে, শুক্রবার তুরস্কে এই চুক্তি স্বাক্ষর হয়।

খাদ্যশস্য পরিবহনে চুক্তির বিষয়ে ইউক্রেন বলছে, তারা জাতিসংঘের সঙ্গে চুক্তি করেছে, রাশিয়ার সঙ্গে নয়।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ শিরোনামে আক্রমণ শুরু করে। এরপর থেকে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য পরিবহন বন্ধ রয়েছে। ফলশ্রুতিতে বহির্বিশ্বে খাদ্যসংকট দেখা দিয়েছে। বিশ্বে খাদ্যশস্যের অন্যতম প্রধান যোগানদাতা ইউক্রেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, তুরস্কের মধ্যস্থতায় জাতিসংঘের উপস্থিতিতে যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেন খাদ্যশস্য পরিবহনে চুক্তিতে মিলিত হলো।

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়