বিশ্বে তৃতীয় রাষ্ট্র হিসেবে বাংলাদেশে চালু হয়েছে ‘অমনি প্রসেসর’
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
সেনেগাল ও ভারতের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ‘অমনি প্রসেসর’ প্রকল্প কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্থাপিত হয়েছে। গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির উদ্ধোধন করেছেন। এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)র অর্থায়নে ২০২১ সালে ৬০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু হয়।
চালু হওয়া প্রকল্পে প্রতিদিন ৬ টন শুকনো পয়ঃবর্জ্য, ৫ টন জৈব বর্জ্য, ৫ শত কেজি প্লাস্টিক বর্জ্য নিয়ে মোট ১১.৫ টন বর্জ্য পরিশোধন করতে সক্ষম, যা থেকে প্রতিদিন গড়ে ৬০-৭০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। এছাড়া প্রকল্পের বর্জ্য পরিশোধনের পর প্রতিদিন গড়ে ১২ শত লিটার ডিস্ট্রিল্ড ওয়াটার (পানি) উৎপাদন হয়।
একই সঙ্গে প্রতিদিন গড়ে উৎপাদিত হচ্ছে ১৫ শত কেজি অ্যাস, যা সিমেন্টসহ নানা কাজে ব্যবহার করা হয়। ‘অমনি প্রসেসর’ বর্জ্য ব্যবস্থাপনায় ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি দেশের অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
দিনবদলবিডি/Mamun