ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠাতে প্রবাসীদের প্রতি বিএনপির উৎসাহ প্রদান কেন?
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
মধ্যপ্রাচ্যর বিভিন্ন দেশে বিএনপি সভা-সমাবেশ করে ও অনলাইনে বিভিন্ন পেইজ থেকে প্রবাসীদেরকে বাংলাদেশে টাকা না পাঠানোর জন্য উৎসাহিত করে আসছে। পাশপাশি বাংলাদেশের অর্থনৈতিক সংকটের নানান মিথ্যা-মনগড়া তথ্য দেয়া হচ্ছে।
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিশাল ভূমিকা রাখে বৈদেশিক মূদ্রা বা রেমিটেন্স। তাই বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে পাঠাতে প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে আসছে সরকার। তবে অনেক চেষ্টার পরেও আসেনি পর্যাপ্ত রেমিটেন্স। এমনকী সর্বশেষ প্রণোদনা ৫ শতাংশ বাড়ানোর পরেও গেল অক্টোবর মাসে রেমিট্যান্স কমেছিল উল্লেখযোগ্য হারে ।
আর রেমিট্যান্স কমার কারণ অনুসন্ধান করতে গিয়ে উঠে এসেছে ভয়ানক এক ষড়যন্ত্রের খবর। এমনিতেই অবৈধ হুন্ডি ব্যবসা রেমিট্যান্স কমিয়ে দেয়ার একটি বড় কারণ। তার ওপর যুক্ত হয়েছে বিএনপি-জামায়াতের এক ভয়ানক অপপ্রচার। মূলত তারপর থেকেই রেমিট্যান্স প্রবাহ কমে যায়।
অনুসন্ধানে জানা যায়, মধ্যপ্রাচ্যর বিভিন্ন দেশে বিএনপি সভা-সমাবেশ করে ও অনলাইনে বিভিন্ন পেইজ থেকে প্রবাসীদেরকে বাংলাদেশে টাকা না পাঠানোর জন্য উৎসাহিত করে আসছে।
পাশপাশি বাংলাদেশের অর্থনৈতিক সংকটের নানান মিথ্যা-মনগড়া তথ্য দেয়া হচ্ছে। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠালে টাকা না পাওয়ার আশঙ্কা রয়েছে বলেও প্রবাসীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। আর অনেক প্রবাসী সেই পাতানো ফাঁদে পা দিয়েছে।
এছাড়া, রেমিট্যান্স যেন অবৈধভাবে দেশে আসে সেজন্য দলের পরিচিত নেতাকর্মীদের মাধ্যমে বেশ কিছু হুন্ডি চ্যানেলও তৈরি করেছে তারা। যাতে রেমিট্যান্স প্রবাহ কমে গিয়ে সরকার আরো বেকায়দায় পড়ে।
বিশ্লেষকরা বলছেন, মূলত এর ফলে অর্থনৈতিক সংকট সৃষ্টি হবে এবং প্রবাসী আয় না আসলে রিজার্ভেও টান পড়বে। দেশের অর্থনীতির ধারা শ্রীলঙ্কার মতো মুখ থুবড়েও পড়তে পারে। আর এমন অবস্থা হলে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে বলে মনে করছে বিএনপির নীতি নির্ধারকরা।
দিনবদলবিডি/এমআর