ইসলাম গ্রহণের পর যে কারণে কাঁদলেন জার্মান তরুণী (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ফ্যাবিয়ান ডরিস নামে ২০ বছর বয়সী এক জার্মান তরুণী। এ সময় কালিমা শাহাদত পাঠ করার পর আবেগে কেঁদে ফেলেন তিনি। ভিডিও
বুধবার আলজাজিরা জানায়, তুরস্কের দক্ষিণ-পূর্বঞ্চলীয় প্রদেশ গাজিয়ান্তেপে আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন ফ্যাবিয়ান।
এ সময় সেখানে প্রাদেশিক মুফতি শায়খ হুসাইন হাজারলার উপস্থিত ছিলেন। তিনিই তরুণীকে কালিমা শাহাদাত পাঠ করিয়ে ইসলামে দীক্ষিত করেন।
ফ্যাবিয়ান ডরিস এখন আর তার এই পুরনো নামে পরিচিত হবেন না। তিনি তার নতুন নাম নির্ধারণ করেছেন ‘সিরাহ’। বেশ জানাশোনা ও গবেষণার পর ‘সিরাহ’ ইসলাম সম্পর্কে আগ্রহী হন এবং অবশেষে শ্বাশত এ ধর্মে প্রবেশ করলেন তিনি।
সিরাহ জার্মানির স্টুটগার্ট শহরে কোষাদক্ষ পদে একটি চাকরি করেন। তুরস্কে এসেছেন দর্শনার্থী হিসেবে। ইসলামের প্রতি নিজের আগ্রহের কথা জানান গাজিয়ান্তেপের মুফতির কাছে। পরে তার কাছেই ইসলাম গ্রহণ করলেন তিনি। সূত্র: আলজাজিরা
দিনবদলবিডি/এমআর