ট্রেন লাইনচ্যুত, পড়ে গেল ৪২ টন ফার্নেস ওয়েল

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:৪৪, শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৮ শ্রাবণ ১৪২৯
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কুষ্টিয়ার হালসা রেলস্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে একটি কনটেইনার ছিদ্র হয়ে ৪২ টন ফার্নেস তেল পড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে হালসা রেলস্টেশনের আপ সাইডে লুপ লাইনের ওপর ট্রেনটি ব্রেক করতে গিয়ে লাইনচ্যুত হয়।

পোড়াদহ রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিন জানান, মূল লাইন ক্লিয়ার আছে। এ কারণে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

কীভাবে এই দুর্ঘটনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তেলবাহী ট্রেনটি হালসায় লুপ লাইনে দাঁড়ানোর কথা ছিল। লুপ লাইনে ওঠার পর লোকোমাস্টার ব্রেক ধরতে গেলে দুর্ঘটনা ঘটে।

এতে ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। একটি কনটেইনার উল্টে ট্রেন লাইনের ওপর পড়ে। এটি ছিদ্র হয়ে তেল পড়তে থাকে। দুই রেল লাইনে মাঝে এখনও তেল জমে আছে।

কীভাবে ৪২টন তেল পড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি কনটেইনারে ৪২ টন লেখা আছে। ওই কনটেইনারের সব তেল পড়ে গেছে।

তেলবাহী ট্রেনটি খুলনা থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল জানিয়েছে তিনি বলেন, উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়