কানাডার টরন্টোতে দেখা গেল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে
নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
কানাডীয় রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসির (কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন) শনিবার (বাংলাদেশ সময়) সকাল ৮টায় জনপ্রিয় অনুসন্ধানী বিভাগ ‘দ্য ফিফথ স্টেট’ এ ‘দ্য অ্যাসাসিন নেক্সট ডোর’ শিরোনামের ৪২ মিনিটের প্রতিবেদনে তাকে দেখানো হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজ হাতে গুলি করে হত্যা ও আত্মস্বীকার করা এস এইচ এম বি নূর চৌধুরীকে নিয়ে এই অনুসন্ধানী ভিডিও প্রতিবেদনে প্রথমবারের মতো তাকে একটি গাড়িতে পরিবারের লোকসহ দেখা যায়। গাড়িটি তিনি নিজেই চালাচ্ছিলেন। এমনকি ভিডিওতে টরন্টোর একটি এলাকাতে নিজের বাড়ির বারান্দায় তিনি কাজ করছেন বলে দেখানো হয়।
ভিডিওতে নূর চৌধুরী কোথায় আছেন, কী করছেন, এটা দেখালেও সুনির্দিষ্টভাবে তার গাড়ি ও বাড়ির নম্বর দেখানো হয়নি। জানা থাকলেও তথ্য আকারে সামনে আসেনি তেমন। তার অবস্থান নিয়ে এক ধরনের ধোঁয়াশা ছিল। ধারণা করা হচ্ছে, এই প্রচারের মধ্য দিয়ে সেই ধোঁয়াশা কেটে যাবে এবং কানাডীয় সাধারণ মানুষ তাদের পাশের বাসায় থাকা ভয়ানক এই খুনি সম্পর্কে পরিষ্কার একটি ধারণা পাবে।
দিনবদলবিডি/Jannat