বিশ্বজুড়ে করোনায় আরো ১৫১৫ মৃত্যু

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:৪১, বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৯ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

বিশ্বজুড়ে কয়েক দিনের তুলনায় মহামারি করোনাভাইরাসের প্রকোপ ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মরণঘাতী ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৭ লাখ ৫ হাজার ১৫২ জনের। এ সময়ে মৃত্যু হয়েছে ১৫১৫ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন সাড়ে ৫ লাখের বেশি মানুষ। 

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৪ কোটি ৬৫ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৪৫ হাজার ৪৬০ জনের। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫২ কোটি ২১ লাখ ২৬ হাজার ৯৯৭ জনের বেশি।

২০১৯ সালের শেষদিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ৭৪ হাজার ৯৫০ এবং এখন পর্যন্ত ৮ কোটি ৮৪ লাখ ১১ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৩৮৬ জন এবং মৃত্যু হয়েছে ১০ লাখ ৩৯ হাজার ৬৮৩ জনের।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ৫৯৭ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ২৪ হাজার ৯০৩ জনের মৃত্যু হয়েছে।

তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৯৪ হাজার ৫০৫ জনের। মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৬১২ জনের।

এছাড়া করোনায় বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এমন দেশের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম জার্মানি এবং ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়