ফিফটি করে কামিন্সের শিকার কোহলি, চাপে ভারত
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত বোলিং করে ভারতকে চাপে রেখেছে অস্ট্রেলিয়া। রোহিত-গিল-আইয়ারের বিদায়ে একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করছিলেন কোহলি। চলতি বিশ্বকাপের সপ্তম ফিফটির দেখা পান তিনি। তবে নিজের সেই ইনিংসকে বড় করতে পারেননি তারকা এই ব্যাটার।
কামিন্সের শর্ট লেংথের বল আলতো করে খেলতে চেয়েছিলেন কোহলি। তবে বল যে এতটা উঠবে সেটি ভাবেবনি তিনি। ব্যাটের কানায় লেগে বল গিয়ে ভেঙেছে স্টাম্প। ফাইনালের মহাগুরুত্বপূর্ণ উইকেট নিলেন কামিন্স। ৬৩ বলে ৫৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন কোহলি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৫৮ রান।
ওয়ানডে ক্রিকেটে ভারত ও অস্ট্রেলিয়া ১৯৮০ সালে প্রথম মুখোমুখি হয়েছিল। সেই থেকে এখন পর্যন্ত ১৫০টি ম্যাচ খেলে ভারতের ৫৭ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়া জয় ৮৩ ম্যাচে। ১০টি ম্যাচ শেষ হয়েছে ফল ছাড়াই। অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে দল দুটি একে অপরের মুখোমুখি হয়েছে ১৩ বার। যেখানে ভারতের ৫ জয়ের বিপরীতে ৮টিতে জয় অস্ট্রেলিয়ার। তবে বিশ্ব আসরে সবশেষ দুই দেখায় শতভাগ জয় ভারতের।
অবশ্য সবশেষ পাঁচ দেখায় এগিয়ে রয়েছে ভারত। রোহিতদের ৩ জয়ের বিপরীতে কামিন্স বাহিনীর জয় ২টিতে। চলতি বিশ্বকাপে এখনও হারেনি স্বাগতিক ভারত। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে অস্ট্রেলিয়া। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও হেরেছিল অজি বাহিনী। তবে এই দুই হারের পরে ঘুরে দাঁড়ায় ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। টানা জয়ে এখন দলটি শিরোপা জয়ের জন্য মুখিয়ে।
দিনবদলবিডি/Mamun