দুই শিশুসহ মাকে বন্দি করে ঘরে আগুন আ. লীগ নেতার বাড়িতে!

পাবনা সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:৫৫, শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৮ শ্রাবণ ১৪২৯
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাবনার বেড়া পৌর এলাকার সানিলা মহল্লায় পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিকের বাড়িতে দুই শিশু ও তাদের মাকে বন্দি করে ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ।

পাবনার বেড়া পৌর এলাকার সানিলা মহল্লায় পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিকের বাড়িতে দুই শিশু ও তাদের মাকে বন্দি করে ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে আনে আগুন।

ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই ঘরে থাকা আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও হামলাকারীরা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় অভিযোগ করেছে এই আওয়ামী লীগ নেতা।

মালামাল লুট করে যাওয়ার সময় বাড়িতে থাকা দুই শিশু ও তাদের মাকে ঘরে বন্দি করে ঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী আওয়ামী লীগ পরিবার। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে সানিলা মহল্লার মৃত মো. টালু মোল্লার ছেলে শফিকের বাড়িতে।

এ ঘটনায় বেড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক জানান, হামলাকারীরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ময়সের বাহিনী আমার বাড়ি লুটপাট ও পেট্রল দিয়ে বাড়িতে আগুন দিয়েছে। তাদের হামলা থেকে রেহাই পায়নি আমার স্ত্রী ও শিশু সন্তান। হত্যার উদ্দেশ্যে তাদের ঘর বাইরে থেকে আটকে দেয় এবং পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। হামলার সময় উপস্থিত ছিল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ময়ছের, আজাদের ছেলে বাদশা, রমজান, কালু, আলামিন, আনোয়ার, ঠান্টু, লালন, হাসমত মুসল্লি ও তার ছেলে কাওসার। এসময় ঘরে থাকা ৭ লাখ টাকা নিয়ে গেছে এবং থানায় মামলা করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল কল্লোল কুমার দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমাদের থানা থেকে খুব কাছে হওয়ায় পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তিনি আরো জানান এ এলাকায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘাত বিরাজ করছে, আমরা এলাকায় শান্তির জন্য অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়