২৪ ঘণ্টায় জাপানে দুই লাখ করোনা রোগী শনাক্ত

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:০০, রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৯ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

জাপানে একদিনে ২ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এই প্রথম দেশটিতে একদিনে এতো মানুষের করোনা শনাক্ত হলো

জাপানে একদিনে ২ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এই প্রথম দেশটিতে একদিনে এতো মানুষের করোনা শনাক্ত হলো।

শনিবার দেশটির সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার মোট শনাক্তের সংখ্যা ছিল ২ লাখ ৯৫৪ জন। এর আগের দিন শনাক্ত হয়েছিল এক লাখ ৯০ হাজার।

প্রতিবেদনে আরো বলা হয়, শনাক্ত ব্যক্তিরা করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের বিএ.৫ সাবভ্যারিয়েন্টের আক্রান্ত হয়েছেন।

করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এবং স্বাস্থ্যকর্মী সংকটের কারণে রাজধানীর কয়েকটি হাসপাতাল অন্যান্য রোগীদের সেবা সীমিত করা হয়েছে। 
 

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়