জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৫৩, রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৯ শ্রাবণ ১৪২৯
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোহাম্মদ আলী (৮০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রবিবার (২৪ জুলাই) সকালে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বৈন্যাফৈর গ্রামে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোহাম্মদ আলী (৮০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রবিবার (২৪ জুলাই) সকালে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বৈন্যাফৈর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত নগর আলীর ছেলে। সকাল সাড়ে ৯টায় জমির সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে তাদের প্রতিপক্ষের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়