সোমবার (২৫ জুলাই) কোথায় কখন লোডশেডিং
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এখন পর্যন্ত তাদের ওয়েবসাইটে…
সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের চার বিদ্যুৎ বিতরণ কোম্পানি সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা তৈরি শুরু করেছে। সে অনুযায়ী আজকের (সোমবার, ২৫ জুলাই) তালিকা প্রকাশ হয়েছে।
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউসন কোম্পানি (ওজোপাডিকো) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)-এর ওয়েবাসাইটের নির্দিষ্ট লিংককে গিয়ে এই তালিকা দেখতে পারবেন গ্রাহকরা।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এখন পর্যন্ত তাদের ওয়েবসাইটে কোনো তালিকা প্রকাশ করেনি। তারা জানায়, তাদের এলাকার ব্যাপ্তি বড় হবার কারণে তারা স্থানীয়ভাবে গ্রাহকদের লোডশেডিং-এর বিষয়ে জানাচ্ছে।
নিচের লিংকগুলোতে ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো, নেসকো ও আরইবির সোমবারের লোডশেডিংয়ের এলাকাভিত্তিক তালিকা রয়েছে।
https://www.desco.org.bd/bangla/loadshed_b.php
https://dpdc.gov.bd/site/page/73eb4722-b49c-4a44-bd6e-923c06c4a169
https://nesco.portal.gov.bd/site/page/13ccd456-1e1d-4b24-828d-5811a856f107
দিনবদলবিডি/আরএজে