বাংলাদেশি হজযাত্রীদের জন্য সুখবর! সুযোগ পাচ্ছেন আরো ২৪১৫ জন

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:৪৭, বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৯ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

বাংলাদেশি হজযাত্রীদের জন্য সুখবর। চলতি বছর বাংলাদেশ থেকে আরো দুই হাজার ৪১৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন।

এ বছর হজ মৌসুমে বাংলাদেশের জন্য এই বাড়তি হজ কোটা বাড়িয়েছে সৌদি আরব।

বৃহস্পতিবার (২৩ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন।

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি বছর বিভিন্ন দেশ থেকে ১০ লাখ মুসল্লিকে হজ পালনের অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ। আগের কোটা অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি পবিত্র হজে যেতে পারবেন। এখন কোটা বাড়ানোয় বাংলাদেশ থেকে আরো ২ হাজার ৪১৫ জন পবিত্র হজ করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, বিশ্বজুড়ে মহামারি  করোনার কারণে গত ২ বছরে সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হয়েছে। যদিও ২০১৯ সালে ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি যাত্রীদের হজে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। করোনা পরবর্তী সময়ে এবারো সল্প পরিসরে হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়