পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে লাগবে রিটার্ন দাখিলের প্রমাণপত্র

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:১৬, সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১০ শ্রাবণ ১৪২৯
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পাঁচ লাখ টাকার বেশি ডাকঘর সঞ্চয় ও জাতীয় সঞ্চয়পত্র কিনতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে। আজ সোমবার (২৫ জুলাই) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

পাঁচ লাখ টাকার বেশি ডাকঘর সঞ্চয় ও জাতীয় সঞ্চয়পত্র কিনতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে। আজ সোমবার (২৫ জুলাই) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাঠানো এ সংক্রান্ত একটি চিঠির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা নেওয়ার জন্য এই নির্দেশনা দিয়েছে ব্যাংকগুলোকে।

নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সিদ্ধান্ত অনুযায়ী ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবসমূহ ও সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীকে সংশ্লিষ্ট ইস্যু অফিসে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করতে হবে।

এতদিন টিআইএন দাখিল করার নিয়ম ছিল। নতুন এই নির্দেশনার ফলে এখন থেকে সঞ্চয়পত্র কিনতে টিআইএন দাখিল করতে হবে না।

এক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তিস্বীকার পত্র, অথবা করদাতার কর শনাক্তকরণ নম্বর, নাম ও রিটার্ন দাখিলকৃত অর্থবছরের তথ্য সম্বলিত সিস্টেম জেনারেটর সনদপত্র অথবা উপ কর কমিশনারের নিকট থেকে ইস্যুকৃত সনদ পত্র জমা দিতে হবে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্রের পরিবর্তে টিআইএন দাখিল করতে হবে।

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়