ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:২৪, বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৯ আষাঢ় ১৪২৯
আরব আমিরাত

আরব আমিরাত

মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ জুলাই (শনিবার) এবারের ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে।

আমিরাতের জ্যোতির্বিদরা এক পর্যবেক্ষণের ভিত্তিতে এ সম্ভাবনার কথা জানিয়েছেন। বুধবার (২২ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী আগামী ৩০ জুন (বৃহস্পতিবার) ইসলামি মাস জিলহজ শুরু হতে পারে। সে হিসাবে ওইদিন হবে জিলহজ মাসের প্রথম দিন। আর আগামী ৮ জুলাই পবিত্র আরাফার দিন। সেই হিসাবে আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৯ জুলাই (১০ জিলহজ)। মুসলমানরা জিলহজ মাসের ৯ তারিখ (৮ জুলাই) আরাফাহ দিবস পালন করেন।

সংযুক্ত আরব আমিরাতে ঈদ উৎসবকে কেন্দ্র করে চার দিনের ছুটি (৮ জুলাই থেকে ১১ জুলাই) পাওয়া যাবে।

প্রতিবছর জিলহজ মাসে সৌদি আরবের মক্কায় মুসলমানদের পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ১০ জিলহজ ঈদুল আজহার দিনে কোরবানি করার মধ্য দিয়ে এ প্রক্রিয়া শেষ হয়।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়