ছবিটি দিয়ে নিজেকে যাচাই করুন
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ছবিতে সাদাকালোর মুখায়বের বিভিন্ন অংশের মধ্যে ফুটে উঠেছে এক একটি…
বিশেষজ্ঞরা বলছেন, এই ছবির মাধ্যমে জানা যেতে পারে মানুষের বুদ্ধি বা আইকিউ সম্পর্কে অনেক অজানা তথ্য। কারণ এই একটি ছবিতে আপনি শুধু একটি সাদা কালোর মুখায়বই খুঁজে পাবেন না, সেই সঙ্গে পাবেন একটি ইংরেজি শব্দও।
এর জন্য অবশ্য আপনার দৃষ্টিশক্তির সঙ্গে মস্তিষ্কের প্রখরতাও বেশ জরুরি। নেটিজেনরা বুদ্ধির এই খেলাটি বেশ পছন্দ করেছেন। নিজেরা সমাধান করে পরিচিতদের কাছেও ছবিটি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়!
ছবিতে সাদাকালোর মুখায়বের বিভিন্ন অংশের মধ্যে ফুটে উঠেছে এক একটি ইংরেজি বর্ণ। বর্ণগুলো খুঁজে না পেলে এই ছবির সমাধানের সঙ্গে আপনার উত্তরটি ঝালাই করে নিতে পারেন।
ছবিতে নাকের অবয়বে ইংরেজি বর্ণ এল, ঠোঁটের ওপরের অংশে আই, ঠোঁটের অংশে এ এবং গলার অংশ দিয়ে ইংরেজি বর্ণ আর বর্ণটিকে সুন্দর ও নিখুঁতভাবে লুকিয়ে রাখা হয়েছে।
এই চারটি ইংরেজি বর্ণকে একসঙ্গে করলে যে ইংরেজি শব্দটি আমরা খুঁজে পাই তা হলো লাইয়ার। যার বাংলা অর্থ দাঁড়ায় মিথ্যাবাদী।
দিনবদলবিডি/আরএজে