কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন
নবীনগরে স্বতন্ত্র প্রার্থীর কাছে নৌকার পরাজয়
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। ভোট গণনা শেষে স্বতন্ত্র প্রার্থী আল ইমরান ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৫১৯ ভোট।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। ভোট গণনা শেষে স্বতন্ত্র প্রার্থী আল ইমরান ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৫১৯ ভোট। আর নৌকা প্রতীকে আবুল খায়ের পেয়েছেন ১৬৪৩ ভোট।
আজ বুধবার সকাল ৮টা থেকে ইভিএম পদ্ধতিতে এ ভোটগ্রহণ শুরু হয়।
সব কয়টি কেন্দ্রে ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) করা হয়েছে। নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ১৭ জন ও সংরক্ষিত আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজগর আলী জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। এই ইউনিয়নে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শতাধিক পুলিশ, ১৫৭ জন আনসার, এক প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করেছেন।
দিনবদলবিডি/এইচএআর