চাকরি দিচ্ছে স্টাইলিশ এ্যাটায়ার

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:১৮, বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১৩ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

আগ্রহী যোগ্য প্রার্থীরা সরাসরি ও অনলাইনে আবেদন করতে পারবেন।

ফ্যাশন হাউজ স্টাইলিশ এ্যাটায়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে শপ ম্যানেজার এবং অনলাইন শপ মডারেটর পদে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী যোগ্য প্রার্থীরা সরাসরি ও অনলাইনে আবেদন করতে পারবেন।

ফ্যাশন হাউজ স্টাইলিশ এ্যাটায়ার ঢাকার রিং রোড, ব্রাঞ্চের জন্য পরিশ্রমী ও উদ্যমী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত সিভি (CV) সহ সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে বলা হচ্ছে।

পদের নাম

ম্যানেজার- শপ অ্যান্ড কাস্টমার ম্যানেজমেন্ট
মডারেটর- অনলাইন শপ ম্যানেজমেন্ট

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ম্যানেজার পদের জন্য -স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

মডারেটর পদের জন্য- স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেকোনো বিষয়ে এইচএসসি/ স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

শপ সেল অ্যান্ড কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে।
ন্যূনতম ২৫ থেকে অনূর্ধ্ব ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
প্রার্থীদের অবশ্যই দীর্ঘ সময় কাজ করার মানসিকতা থাকতে হবে।
কাজে পারদর্শিতা,পরিশ্রমী, আত্মবিশ্বাসী, চটপটে এবং উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন হতে হবে।

নিজস্ব পণ্যের বিক্রয় উত্তরোত্তর বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং কাস্টমার সার্ভিসে সক্রিয়ভাবে নিয়োজিত থেকে এবং চাহিদা অনুযায়ী সেবা নিশ্চিত করতে হবে।

কর্মস্থল: রিং রোড, ঢাকা।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা সরাসরি অথবা অনলাইনে আবেদন করতে পারবে।

স্টাইলিশ এ্যাটায়ার
২৮, প্রবাল হাউজিং,
৩য় তলা, রিং রোড, ঢাকা
(সুচনা কমিউনিটি সেন্টারের বিপরীতে।

সিভি ই-মেইল করতে পারবেন

[email protected]
[email protected]

আবেদনের শেষ তারিখ- ৩১ জুলাই, ২০২২।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়