চাপ থাকলেও বাংলাদেশে অর্থনৈতিক সংকটের ঝুঁকি কম: মুডিস

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৯:২৮, বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১৩ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

বিশ্বের শীর্ষ ক্রেডিট রেটি সংস্থা মুডিস বলেছে, বাংলাদেশের অর্থনীতিতে চাপ বাড়ছে। তবুও খেলাপী হওয়ার ঝুঁকি কম…

বিশ্বের শীর্ষ ক্রেডিট রেটি সংস্থা মুডিস বলেছে, বাংলাদেশের অর্থনীতিতে চাপ বাড়ছে। তবুও খেলাপী হওয়ার ঝুঁকি কম।

বৃহস্পতিবার (২৭ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এখবর জানা গেছে।

মুডিস এর একজন সার্বভৌম বিশ্লেষক ক্যামিল চৌটার্ড বলেন, যদিও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্প্রতি কমেছে- উচ্চ স্তর থেকে। তারপরও দেশটির বাহ্যিক দুর্বলতার সূচকে ঝুঁকি কম।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কাছ থেকে ঋণ চাইছে বাংলাদেশ। সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি কমাতে এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বিদেশি মুদ্রার রিজার্ভের আর্থিক সুরক্ষা তৈরির জন্য এই ঋণ চাওয়া হচ্ছে।

বিদ্যুৎ সাশ্রয় এবং ডলার ঘাটতির মধ্যে মজুতকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। ২০২২ সালের জুলাই মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৯.৬৭ বিলিয়ন ডলার। এক বছর আগে তা ছিল ৪৫.৫১ বিলিয়ন ডলার।

ব্লুমবার্গের প্রতিবেদনের স্ক্রিনশট

ইউক্রেনে যুদ্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির আগ পর্যন্ত ৪১৬ বিলিয়ন ডলারের বাংলাদেশের অর্থনীতি গত কয়েক বছর ছিল দ্রুতবর্ধনশীল।

বুধবার অর্থমন্ত্রী এএইচএম মুস্তফা কামাল বলেছেন, ভবিষ্যতের যেকোনো আর্থিক প্রয়োজনীয়তা মেটাতে আইএমএফ-এর কাছে ঋণ চেয়েছে বাংলাদেশ। কিন্তু কোনো অর্থনৈতিক সংকট নেই।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়