সড়ক কেড়ে নিল বাবা-ছেলেসহ একই পরিবারের তিন প্রাণ

পাবনা সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:১০, শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১৪ শ্রাবণ ১৪২৯
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর-ঢাকা মহাসড়কের বেঙ্গল মিট নামক স্থানে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাসের সঙ্গে অটোভানের সংঘর্ষে বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর-ঢাকা মহাসড়কের বেঙ্গল মিট নামক স্থানে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাসের সঙ্গে অটোভানের সংঘর্ষে বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- আমিনপুর থানার দূর্গাপুর গ্রামের আবু সাইদ (৫৫) তাওহিদ (৪) রোজা (৫) ঘটনাস্থলে আবু সাইদ আর তাওহিদ ও রোজা পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

মাথপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়