রাজশাহী থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী সাভারে উদ্ধার

রাজশাহী সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:০৪, শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১৪ শ্রাবণ ১৪২৯
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহীতে দুদিন আগে নিখোঁজ হওয়া চার স্কুল শিক্ষার্থীকে ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহীতে দুদিন আগে নিখোঁজ হওয়া চার স্কুল শিক্ষার্থীকে ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, নগরীর রাজপাড়া থানার মহিষবাথান আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজ হয় ২৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায়। রাতে ছাত্রীদের বাবারা রাজপাড়া থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ তাদের উদ্ধারে কাজ শুরু করে। গত ২৮ জুলাই বিশেষ অভিযানে ঢাকার সাভার থেকে অভিযুক্ত চাঁদনীসহ চার শিক্ষার্থীকে উদ্ধার করে সকালে রাজশাহী নিয়ে আসা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

কী কারণে, কেন এই শিক্ষার্থীদের চাঁদনী ঢাকায় নিয়ে গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়