ডিএনসিসির সব কার্যালয়ে অর্ধেক বাতি জ্বালানোর নির্দেশ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:২২, শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১৪ শ্রাবণ ১৪২৯
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান কার্যালয়সহ সব আঞ্চলিক কার্যালয়ে অর্ধেকসংখ্যক বাতি জ্বালানোর নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান কার্যালয়সহ সব আঞ্চলিক কার্যালয়ে অর্ধেকসংখ্যক বাতি জ্বালানোর নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করেছেন।

আদেশে মেয়র উল্লেখ করেছেন, ‘এসি টেম্পারেচার ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে দেওয়া যাবে না। কক্ষে অবস্থানরত অবস্থায় সম্ভব হলে এক ঘণ্টা এসি চালু রেখে পরবর্তী এক ঘণ্টা বন্ধ রাখতে হবে। বৈদ্যুতিক বাতি অর্ধেক সংখ্যক জ্বালাতে হবে। অফিস কক্ষে উপস্থিত না থাকলে এসি, বৈদ্যুতিক বাতি ও ফ্যানসহ অন্যান্য সুইচ বন্ধ রাখতে হবে।’

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, ‘এই অফিস আদেশের চিঠি ইতোমধ্যে কাউন্সিলর অফিস, ডিএনসিসির সব বিভাগীয় প্রধানদের ও আঞ্চলিক কার্যালয়সহ ডিএনসিসির সব বিভাগে পাঠানো হয়েছে।’

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়