বিমানবন্দরে হাজিদের দোয়া চাইলেন নুসরাত

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:৫৮, শনিবার, ৩০ জুলাই, ২০২২, ১৫ শ্রাবণ ১৪২৯
হাজিদের সঙ্গে নুসরাতের সাক্ষাৎ

হাজিদের সঙ্গে নুসরাতের সাক্ষাৎ

টালিউডের অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান সৌদি আরব থেকে হজ করে ফেরা হাজিদের সঙ্গে সাক্ষাৎ করতে কলকাতা বিমানবন্দরে হাজির হয়েছিলেন।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নুসরাত, এ সময় তিনি হাজিদের কাছ থেকে দোয়া চান।

বসিরহাটের সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান এ রাজ্যের হজ কমিটিরও সদস্য। যে কমিটি এ রাজ্যের বাসিন্দাদের হজ যাত্রার সমস্ত ব্যবস্থা করে থাকেন।

বসিরহাটের সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান এ রাজ্যের হজ কমিটিরও সদস্য

গত ১৮ জুন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কায় হজ যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মোট ৩৬৫ জন যাত্রী। তাদের হজ যাত্রার দিন কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের আরো এক মন্ত্রী ফিরহাদ হাকিম।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে বিগত দু’বছর কোনো যাত্রীই হজ করতে মক্কায় যেতে পারেননি। যে কারণে এবছর হজের খরচও অনেকটাই বেড়েছে বলে হজযাত্রীদের পক্ষ থেকে জানানো হয়েছিল।

শুক্রবার কলকাতা বিমানবন্দরে পৌঁছে প্রত্যেক হাজিদের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা যায় নুসরাত জাহানকে। 

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়