মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: ৫ জনের দাফন
মীরসরাইয় সংবাদাতা || দিন বদল বাংলাদেশ
জানাজায় উপস্থিত হয়ে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন…
চট্টগ্রামের মীরসরাইয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত ১১ জনের মধ্যে পাঁচ জনের দাফন হয়েছে।
হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ (শনিবার, ৩০ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে তাদের জানাজা হয়। এর আগে শুক্রবার রাতেই দুজনের জানাজা সম্পন্ন হয়।
স্থানীয় ইউপি সদস্য তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে পাঁচজনের জানাজা হয়েছে। তারা হলেন, রিদোয়ান, সজিব, মারুফ, হাসান এবং নিরু। দুজনের জানাজা গতকালই হয়েছিল। বাকি চারজনকে নিজ নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।’
জানাজায় উপস্থিত হয়ে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘এখানে যারা মারা গেছে তাদের প্রায় সবাই শিক্ষার্থী। তারা অনেক মেধাবী ছিল। যারা আমাদের ছেড়ে চলে গেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা ও গভীর শোক প্রকাশ করছি।’
এ সময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থান তাদের সমাহিত করা হয় বলেও জানিয়েছেন তিনি।
মীরসরাইয়ের বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় শুক্রবার (২৯ জুলাই) বেলা সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারান মাইক্রোবাসের চালকসহ ১১ আরোহী।
দিনবদলবিডি/আরএজে