মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা
সেই গেটম্যানকে সাময়িক বহিষ্কার করল রেল কর্তৃপক্ষ
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ
চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার পথে ট্রেনের ধাক্কায় ১৭ পর্যটক হতাহতের ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ মেলায় লেভেলক্রসিংয়ের গেটম্যান মো. সাদ্দাম হোসেনকে বহিষ্কার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার পথে ট্রেনের ধাক্কায় ১৭ পর্যটক হতাহতের ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ মেলায় লেভেলক্রসিংয়ের গেটম্যান মো. সাদ্দাম হোসেনকে বহিষ্কার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ শনিবার (৩০ জুলাই) দুপুরে পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন।
পূর্বাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ এবং তাকে গ্রেপ্তারও করেছে। এ জন্য তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এর আগে শুক্রবার (২৯ জুলাই) দিবাগত রাতে গেটম্যান সাদ্দামকে আসামি করে জিআরপি চট্টগ্রাম রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জহির একটি মামলা দায়ের করেন। এছাড়া শনিবার (৩০ জুলাই) গেটম্যান সাদ্দামকে আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, শুক্রবার (২৯ জুলাই) মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকার লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস আরোহী ১৭ পর্যটক হতাহতের ঘটনা ঘটে। এদের মধ্যে নিহত ১১ জনের মরদেহ হাটহাজারী উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদরে পরিবারকে বুঝিয়ে দেওয়ার পর তাদের দাফন-কাফনও সম্পন্ন হয়।
দিনবদলবিডি/এইচএআর