এবার মালদ্বীপের রাষ্ট্রপতিকে আম পাঠালেন প্রধানমন্ত্রী

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:০৪, বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৯ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহকে আম উপহার দিয়েছেন।

প্রধানমন্ত্রীর পাঠানো বাংলাদেশের প্রসিদ্ধ ৭০০ কেজি আম বুধবার (২২ জুন) মালদ্বীপের প্রতিনিধির কাছে হস্তান্তর করেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

হাইকমিশনার আবুল কালাম আজাদ মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর এট লার্জ আহমেদ সালিমের কাছে উপহার হস্তান্তর করেন। অ্যাম্বাসেডর এট লার্জ মালদ্বীপের রাষ্ট্রপতির পক্ষ হতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় হাইকমিশনের প্রথম সচিব সোহেল পারভেজ ও মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজ ফাতিমাত ঘিনা উপস্থিত ছিলেন।

এর আগে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়