বিএনপি নেতা দুলু গুরুতর অসুস্থ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:১৬, শনিবার, ৩০ জুলাই, ২০২২, ১৫ শ্রাবণ ১৪২৯
রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ফাইল ছবি

রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ফাইল ছবি

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু গুরুতর অসুস্থ। গত ২৩ দিন থেকে তিনি বিছানাগত।

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু গুরুতর অসুস্থ। গত ২৩ দিন থেকে তিনি বিছানাগত।

রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ব্যক্তিগত সহকারী বিএনপি নেতা শামসুল ইসলাম রনি জানান, ২৩ দিন আগে সিলেটে বন্যাদুর্গতদের ত্রাণ তৎপরতা চালানোর সময় হঠাৎ কোমরে আঘাত পান। এরপর থেকেই তিনি ধীরে ধীরে বেশি অসুস্থ হয়ে পড়ছেন। তিনি ল্যাবএইড হাসপাতাল গুলশানের অর্থোপেডিক সার্জন এহসানুল রাব্বীর তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যায় রয়েছেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সুস্থতা কামনা করে শুক্রবার জুমার নামাজের পর এবং শনিবার দুপুরে তার নির্বাচনী এলাকা নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়।

নাটোর শহরের পশ্চিম আলাইপুর জামে মসজিদের দোয়া মাহফিলে অংশ নেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাটোর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু ও জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম। 

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়