মালয়েশিয়ার জালে বাংলাদেশের মেয়েদের ৬ গোল
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালয়েশিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মেয়েদের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ান মেয়েরা।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ডিফেন্ডার আঁখি খাতুনের জোড়া গোলের সন্ধ্যায় একটি করে গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন , সিরাত জাহান, মণিকা চাকমা ও কৃষ্ণা রানি।
ফিফা র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া ৮৫তম, বাংলাদেশ ১৪৬তম। খাতা কলমের এই পরিসংখ্যানকে আজ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন সাবিনা, আঁখিরা। এই তো গত ১৪ জুন এশিয়ান কাপ বাছাইপর্বে স্বাগতিক মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ারা। আজ ৬ গোল করে সে ক্ষতেই যেন প্রলেপ দিলেন সাবিনারা।
৬-০ গোলের স্কোর লাইনের কোনো কাটাছেঁড়া বিশ্লেষণের প্রয়োজন পড়ে না। একেবারে হেসে খেলেই জিতেছে বাংলাদেশ। বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট না করলে আরো বড় ব্যবধানেই জিততে পারত গোলাম রব্বানীর দল।
আগামী ২৬ জুন মালয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলবে বাংলাদেশ।
দিনবদলবিডি/Rony