শুরুতেই মুস্তাফিজের শিকার চাকাভা
স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে সিরিজে প্রথম ধাক্কা দিয়েছেন মুস্তাফিজুর রহমান…
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে সিরিজে প্রথম ধাক্কা দিয়েছেন মুস্তাফিজুর রহমান। ওপেনার রেগিস চাকাভাকে তুলে নিয়েছেন তিনি।
জিম্বাবুয়ে ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৩ রানে ব্যাট করছে। অধিনায়ক ক্রেস আরভিন ২১ রানে খেলছেন। তার সঙ্গী ওয়েলসি মেধেভেরে। রেগিস চাকাভা ৮ রান করে ফিরে গেছেন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক, নাজমুল শান্ত, মুমিন শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা, ক্রেগ আরভিন, ওয়েলসি মেধেভেরে, শন উইলিয়ামস, সেকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লকি জনজি, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগ্রাভা, টানাকা চিভাঙ্গা।
দিনবদলবিডি/Rony