স্পেন-ব্রাজিলে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ
স্পেন ও ব্রাজিলে মাঙ্কিপক্স ভাইরাসে প্রথমবারের মতো একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে…
স্পেন ও ব্রাজিলে মাঙ্কিপক্স ভাইরাসে প্রথমবারের মতো একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ভাইরাসে আফ্রিকার বাইরে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ৪ হাজার ২৯৮ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজন মারা গেছেন।
এদিকে ব্রাজিলে মাঙ্কিপক্স আক্রান্ত হয়ে ৪১ বছর বয়সী একজন মারা গেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তিনি লিম্ফোমায় ভুগছিলেন। তার রোগ প্রতিরোধ ক্ষমতাও অপেক্ষাকৃত কম ছিল।
জানা গেছে, আগে থেকে অন্য রোগে আক্রান্ত হওয়ায় ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। এতে তিনি বেশি অসুস্থ হয়েছিলেন। মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার পর তাকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বেলো হরিজন্তের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পর সেপটিক শকে তার মৃত্যু হয়।
ব্রাজিলে এখন পর্যন্ত ১ হাজার ৬৬ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এছাড়া সন্দেহভাজন রয়েছেন আরো ৫১৩ জন। দেশটিতে মাঙ্কিপক্স শনাক্ত ৯৮ শতাংশ রোগী পুরুষ এবং যারা অন্য পুরুষদের সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হয়েছেন।
দিনবদলবিডি/Rony