ইউরোপের এক দেশে গ্যাস সরবরাহ স্থগিত করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:২১, শনিবার, ৩০ জুলাই, ২০২২, ১৫ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম ইউরোপীয় দেশ লাটভিয়ায় গ্যাস সরবরাহ স্থগিত করেছে…

রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম ইউরোপীয় দেশ লাটভিয়ায় গ্যাস সরবরাহ স্থগিত করেছে। ইউক্রেনে চালানো সামরিক অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতায় ইউরোপীয় কোনো দেশে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের এটি সর্বশেষ ঘটনা।

এদিকে গ্যাজপ্রম গ্যাস সরবরাহ বন্ধের কারণ হিসেবে লাটভিয়ার বিরুদ্ধে ক্রয় সংক্রান্ত শর্ত ভঙ্গের অভিযোগ এনেছে। তবে ঠিক কি শর্ত ভঙ্গ করেছে লাটভিয়া সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি জ্বালানি প্রতিষ্ঠানটি।  শনিবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।

লাটভিয়া প্রাকৃতিক গ্যাস আমদানির ক্ষেত্রে প্রতিবেশী রাশিয়ার ওপর নির্ভরশীল। যদিও দেশটির মোট খরচ করা জ্বালানির মাত্র ২৬ শতাংশ গ্যাস ব্যবহার করে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়