গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

গাজিপুর সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৮:৫৩, রবিবার, ৩১ জুলাই, ২০২২, ১৬ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন..

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত দুজন।

শনিবার (৩০ জুলাই) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মাকিষবাথান এলাকায় বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি একাডেমিক ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক সিদ্দিকুর রহমান ও যাত্রী মেহেদি হাসান ও আতিকুল ইসলাম। আহত দুই অটোরিকশার যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বাশার বলেন, কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে ইতিহাস পরিবহনের যাত্রীবাহী একটি বাস চন্দ্রার দিকে যাচ্ছিল। অপরদিক থেকে অটোরিকশাচালক চারজন যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। পথে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক সিদ্দিকুর রহমান ও যাত্রী মেহেদি হাসান মারা যান। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার তিন যাত্রীকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আতিকুল ইসলাম মারা যান।
 

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়