ঢাকা মাতিয়ে গেলেন শিল্পা শেঠি
বিনোদন ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ঢাকা মাতিয়ে গেলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। শনিবার (৩০ জুলাই) রাতে রাজধানীর হোটেল শেরাটনে হাজির হয়ে দর্শক মাতিয়ে গেলেন এ সুন্দরী…
ঢাকা মাতিয়ে গেলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। শনিবার (৩০ জুলাই) রাতে রাজধানীর হোটেল শেরাটনে হাজির হয়ে দর্শক মাতিয়ে গেলেন এ সুন্দরী। মঞ্চে উঠেই শিল্পা বলেন ‘কেমন আছেন সবাই?’ শুধু এইটুকুই বাংলা জানি (ইংরেজিতে)!
মিরর ম্যাগাজিন ম্যাক্স শপার্স প্রেজেন্স আয়োজিত বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২২ দেওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে ‘কেমন আছেন সবাই?’ এইটুকু বাংলায় বলেন শিল্পা।
শিল্পা শেঠি বলেন, সবার পুরস্কার পেতে ভালো লাগে। কিন্তু আমার কাছে মনে হয় অংশগ্রহণ করাটাও পুরস্কারের চেয়ে কম কিছু নয়। সফলতার চেয়ে আত্মতৃপ্তি গুরুত্বপূর্ণ।
ঢাকার আসার ব্যাপারে শিল্পা বলেন, ঢাকায় এটা আমার দ্বিতীয়বারের মতো আশা। পাঁচ বছর আগে আরেকটি ইভেন্টে এসেছিলাম। আপনারা আমাকে বেশিদিন ভুলে থাকতে দেননি। আমাকে আবারও ডাকা হলে চলে আসবো।
এরপর তিনি ২০ জন সেরা লিডারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় মঞ্চে অভিনেতা নিরব, অভিনেত্রী ভাবনা, পূজা চেরি, শবনব বুবলি উপস্থিত ছিলেন। তারা অনুষ্ঠানে পারফর্ম করেন।
দিনবদলবিডি/Rony